এই পুকুরে নাকি জল খেত নবাব সিরাজদৌল্লার হাতি-ঘোড়া। পুকুর খনন করিয়েছিলেন তিনি নিজেই। ইতিহাস পিছনে ফেলে এখন পুকুরের নাম হাতিপুকুর। দীর্ঘ অবহেলায় উত্তর চব্বিশ পরগনার বারাসতের এই পুকুরের এখন হতশ্রী দশা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেসেজে উঠছে হাতিপুকুর। সংলগ্ন পার্কটিরও সংস্কার শুরু করছে বারাসত পুরসভা।
Last Updated: Jun 18, 2018, 11:53 IST


