বর্তমান বাজারে যেখানে চা এর দামই পাঁচ টাকা থেকে শুরু, সেখানে যদি কেউ বলেন, মাত্র এক টাকাতেই পাওয়া যায় চপ, শিঙাড়া এবং আরও নানা মুখরোচক আইটেম। নিশ্চয় শুনে কিছুটা বিস্মিত হবেন। তবে অবিশ্বাস্য হলেও সত্যি।