চিকেন ফুচকা বানিয়ে অষ্টম শ্রেনীর ছাত্র লাভ করেছে ১৪০ টাকা। ভাবা যায়? এসব আগে দেখা যেত বিদেশি স্কুলগুলিতে। বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে স্কুলেই, আবার রান্না করেছে স্কুলের ছোট ছোট ছেলেরা। এটা একটা ফুড ফেস্টিভ্যাল। ছাত্র-ছাত্রীদের চাপমুক্ত করতে এক দুর্দান্ত উদ্যোগ বিদ্যালয়ের। বাঁকুড়া ক্রিস্টিয়ান কলিজিয়েট স্কুলে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষের ফুড ফেস্টিভ্যাল। যার আয়োজনের সর্বাগ্রে রয়েছে পড়ুয়ারা। কেউ করে এনেছে কোল্ড কফি, আবার কেউ বানিয়েছে ঠেকুয়া। কেউ আবার চিকেন ফুচকা, কেউ কেউ করে এনেছে চাউমিন। ভাববেন না যে বিনা পয়সায়! রীতিমত খেলার ছলে ফুড বিসনেস চালানোর একটা ছোট্ট অভিজ্ঞতা পাচ্ছে ছাত্ররা।
Last Updated: November 17, 2025, 20:36 IST