Chandannagar: চন্দননগরে অভিনব প্রচার, দেওয়াল লিখনের বদলে ঠাঁই পাচ্ছে ফ্লেক্স

Bangla Digital Desk | News18 Bangla | 07:27:47 PM IST Feb 08, 2022

ফ্লেক্সযুদ্ধ চন্দনগরে। দেওয়াল লিখন এখন অতীত। তার বদলে দেওয়ালে ঠাঁই পাচ্ছে ফ্লেক্স। চন্দনগরের ১০ নম্বর ওয়ার্ডে এখন ফ্লেক্সযুদ্ধ। ভোটের আগে প্রচারে দেওয়াল লিখন বহু পুরনো প্রথা। তবে এবার যেন প্রচারেও আধুনিকতার ছোঁয়া লাগছে। ফ্লেক্স লাগানোয় দেওয়াল রংয়ের ঝক্কি থাকছে না। আবার কাজটাও সহজ হয়ে যাচ্ছে। ভোটের পর ফ্লেক্স খুলে নিলেই হল। দেওয়াল লিখনের বিকল্প এখন ফ্লেক্স।

লেটেস্ট ভিডিও