ভাল আছে ফ্রেজারগঞ্জের কিশোর। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। শনিবার, ঝড়ের রাতে কিশোরকে কামড়েছিল শাঁখামুটি সাপ। ক্লাস ওয়ানের ছেলেটিকে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছে দেন আমাদের প্রতিনিধি শঙ্কু সাঁতরা ও শুভব্রত কুণ্ডু। ছেলেকে ফিরে পেয়ে দেওয়ান পরিবার ধন্যবাদ জানাল নিউজ এইটিন বাংলাকে। মুখ্যমন্ত্রীও প্রশংসা করলেন।