পঞ্চায়েতের বোর্ড গঠন, বিজেপি-তৃণমূলের টক্কর চলছে সেয়ানে সেয়ানে

Bangla Digital Desk | News18 Bangla | 10:24:21 AM IST Sep 04, 2018

পার্টি অফিস দখল-পুনর্দখলকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি। কেন্দ্রীয় মন্ত্রীর জেলা সফরের দিনই বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, আসন্ন লোকসভা ভোটে মেদিনীপুরকে টার্গেট করে ঝাঁপাচ্ছে গেরুয়া ব্রিগেড। ২৮ অগস্ট পঞ্চায়েতে বোর্ড গঠনের দিন থেকেই কেশিয়াড়িতে রাজনৈতিক উত্তেজনা চরমে। তৃণমূল ও বিজেপির সংঘর্ষের রেশ এখনও অব্যাহত। তৃণমূলের অফিস দখল-পুনর্দখলের ঘটনা তাতে আরও ইন্ধন জোগায়। বিজেপির বিরুদ্ধে দখলদারির অভিযোগ এনে সরব রাজ্যের শাসক দল। উলটোদিকে, ঘাসফুল শিবিরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্য নিয়েই ঘুঁটি সাজাতে শুরু করেছে তারা। সোমবার কেশিয়ারি যান কেন্দ্রীয় মন্ত্রী ও মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা অর্জুন রাম মেঘাওয়াল। ঘুরে দেখেন এলাকা। সেখানে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। তাতেই দেন দিকনির্দেশ। বাইট-অর্জুন রাম মেঘাওয়াল, বিজেপি নেতা আর এদিনই বিক্ষোভ দেখাল তৃণমূল। দলীয় কর্মী-সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর, পার্টি অফিসের দখলের প্রতিবাদে মিছিল করা হয়। তবে দমতে নারাজ বিজেপি। দখল করা পার্টি অফিস হাতছাড়া হওয়ায় পুলিশকেই দুষছে তারা। কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেও সেই ইঙ্গিত স্পষ্ট। তাঁর কথায়, সব বিষয়েই প্রশাসনকে ব্যবহার করছে শাসক দল। মেদিনীপুর দখলে পালটা উন্নয়নই হাতিয়ার বিজেপির। সূত্রের খবর, এলাকার অভাব থাকলে তা তাঁকে জানাতে বলেছেন অর্জুন রাম মেঘাওয়াল। তিনিই দাবি পূরণ করবেন বলে দলীয় নেতাদের আশ্বাস দিয়েছেন। যার প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের পালটা দাবি, যাই করুক না কেন, বিজেপির কোনও কৌশলই ধোপে টিকবে না।

লেটেস্ট ভিডিও