'খুন করা শুরু করলে, তোদের বংশ লোপাট করে দেবো', দেখুন কী বললেন দিলীপ ঘোষ

Bangla Editor | News18 Bangla | 05:10:37 PM IST Aug 27, 2019

ফের দিলীপ ঘোষ৷ এ বার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিলেন বিজেপি রাজ্যসভাপতি৷ খুনের হুমকি, উস্কানিমূলক ও অশালীন মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভায় দিলীপ ঘোষ বলেন, 'পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে জেল ভরছে৷ খুনের কেস দিচ্ছে, রেপের কেস দিচ্ছে৷ আমার নামেও খুনের মামলা করেছে৷ আমি নাকি খুন করেছি৷ আরে আমি যে দিন খুন করব, তোর বংশ লোপাট করে দেব৷ এখনও হাত রাঙাইনি, তাতেও ১৮টা সিট পশ্চিমবঙ্গে৷ লোকে বলে, পুলিশ ছুঁলে ১৮ ঘা৷ বিজেপি ছুঁয়েছে ১৮ ঘা৷ মারিনি তাতেই এই অবস্থা৷ মারলে ছেলে-মেয়ে, বউয়ের মুখ দেখতে দেব না৷ যা কামিয়েছেন, তা নিয়ে চুপচাপ থাকুন৷ আমাদের পিছনে লাগবেন না৷ লাগলে, এমন অবস্থা করব, পরিবারের মুখ দেখতে পারবেন না৷ যে দিন আমি মারব, লাশও খুঁজে পাওয়া যাবে না৷'

লেটেস্ট ভিডিও