বীরভূম: মাটি খুঁড়তেই যা বেরিয়ে এল দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীদের। পুরানো বাড়ির উঠোন খুঁড়ে বেরিয়ে এল রুপোর মোহর ভর্তি কলসি। আর এই রুপোর মোহর বেরিয়ে আসতেই, যথারীতি শোরগোল শুরু কিন্নাহারের ধ্রুববাটি গ্রামে।