Bangla News: মধ্যমগ্রাম স্টেশনে দুর্ঘটনার হাত থেকে রক্ষা বনগাঁ লোকালের, এক লাইনে ঢুকে গেল দুটি ট্রেন

Bangla Digital Desk | News18 Bangla | 06:13:26 PM IST Mar 27, 2022

#বনগাঁ : অল্পের জন্যে রক্ষা পেল ট্রেন। মধ্যমগ্রাম স্টেশন-এ একই লাইনে ঢুকে পড়ল বনগাঁ লোকাল (Bangla  News)। ১ নম্বরের বদলে ২ নম্বর লাইনে দুকে পড়ে ওই ট্রেন। Guard এবং Loco pilot-এর তৎপরতায় রক্ষা পেল বনগাঁ লোকাল।  স্টেশন ম্যানেজার-এর ঘরের সামনে বিক্ষোভ দেখান যাত্রীরা। ১০০ মিটার দূরেই ছিল হাবড়া লোকাল।

লেটেস্ট ভিডিও