ঘোরার ইচ্ছে হলে অনেকেরই মনে পড়ে সমুদ্র সৈকতের কথা। আর সৈকত বলতেই দিঘা, মন্দারমণির পর যে নামটা মাথায় আসে তা হল বকখালি। কিন্তু বকখালির সমুদ্র সৈকতের কাছে থাকা অগভীর ক্যানেল বা সরু খাল ভাবাচ্ছে সকলকে। এই অগভীর ক্যানেলটির জল খুব কম থাকে, ফলে এটিকে গ্রাহ্য করেন না অনেকেই। এর পিছনে রয়েছে বিস্তীর্ণ চর। ভাটার সময় যেখানে জল থাকেই না। এই চরটিও বিপজ্জনক।
Last Updated: Jul 18, 2025, 22:48 IST


