একদিকে যেখানে মানুষের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরায়নের তাগিদে কেটে ফেলা হচ্ছে একের পর এক গাছ। অন্যদিকে যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময়ই আমরা রাস্তাতেই ফেলে দিই খাবার প্যাকেট অথবা প্লাস্টিকের বোতল। যা একদিকে যেমন পরিবেশের ক্ষতি করছে ঠিক তেমনি রাস্তা নোংরা করছে। কিন্তু কিছু মানুষ থাকে যাদের কাজ নাড়া দিয়ে যায় আমাদের চেতনাকে। ঠিক এমনই এক মানুষের দেখা মিলল বর্ধমানে। নিজেই নিজের মনে পরিষ্কার করে চলেছেন রাস্তা। ঠিক যেন সেটি তার নিজের বাড়ি।
Last Updated: Jul 29, 2025, 20:19 IST


