জলের অভাবে ফসলের ক্ষতি, বিকল্প সেচের ব্যবস্থা ব্লক প্রশাসনের, গাছের গোড়ায় বসানো হল মাটির হাঁড়ি

Bangla Editor | News18 Bangla | 04:46:31 PM IST Aug 23, 2019

জল-সংকটে স্বাভাবিক সেচ অসম্ভব। উঁচু এলাকায় জমির জল ধরে রাখার ক্ষমতাও কম। ফসল ফলাতে তাই বিকল্প সেচের ভাবনা আসানসোলের সালানপুর ব্লক প্রশাসনের। আল্লাডি-সহ বিভিন্ন গ্রামে অভিনব হাঁড়ি-সেচে এসেছে সাফল্য।

লেটেস্ট ভিডিও