হাট বসেছে মঙ্গলবারে। মেদিনীপুরের সবং ব্লকে। থরে থরে সাজানো মাদুর। বাড়ির কাছেই হাটে বিকিকিনি। শিল্পীদের বোনা মাদুরে খেলছে লাভের আলো। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে থেকে ব্যবসার জন্য সহজেই মিলছে ঋণ। রাজ্য সরকারের উদ্যোগে খুশি মাদুর শিল্পীরা।
Last Updated: Jun 24, 2018, 11:34 IST


