বয়সের ছাপ চোখে মুখে স্পষ্ট। তবে মনের জোর তরুণের মত। সবকিছু সামলেই ছোট থেকে যে নেশায় তিনি বুঁদ হয়ে থাকতেন, এখনও সেই নেশাকেই জিইয়ে রেখেছেন তিনি। বয়সটা এক এক করে ৮৫ পেরিয়েছে। তবে বয়সের ভার দমাতে পারেনি অশীতিপর এই বৃদ্ধ মহিলাকে। বৃদ্ধ হলেও তিনি এখনও ঠিক যেন অষ্টাদশীর মত। তাঁর হাতের কাজ এবং শিল্পের নিপুণতা মন ভরাবে আপনার।
Last Updated: Jun 07, 2024, 20:43 IST


