ভিডিও: চাকরির নামে ৮০ লক্ষ টাকা প্রতারণা, টাকা মেটাতে না পেরে আত্মঘাতী 'প্রতারক'!

Bangla Editor | News18 Bangla | 10:55:31 PM IST Aug 06, 2021

সরকারি চাকরির নামে ৮০ লক্ষ টাকা প্রতারণা, দীর্ঘদিন পরেও টাকা মেটাতে না পেরে আত্মঘাতী 'প্রতারক'। ২০১৭ সালে প্রায় ৮০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। বিষ খেয়ে আত্মঘাতী প্রতারণায় অভিযুক্ত সৌকিল চট্টোপাধ্যায়। গোটা পরিবারই প্রতারণার জালে জড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, চম্পাহাটির বিশাল এলাকাজুড়ে এই জালচক্র চলছিল। বারুইপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লেটেস্ট ভিডিও