পাড়ার মোড়লের ফতোয়া জারি, একঘরে ১২টি পরিবার, জুটছে না পানীয় জলও

Bangla Editor | News18 Bangla | 12:05:07 AM IST Jun 25, 2021

২০২১ সালে দাঁড়িয়েও এমন খবর শুনতে হয়! এখনও স্থানীয় মোড়লদের এত দাপাদাপি! সেই মোড়লদের জন্য মহাসমস্যায় পড়ল ১২ টি পরিবার। বীরভূমের সাঁইথিয়ার গোরাইপুর আদিবাসী গ্রাম। সেখানে স্থানীয় মোড়লদের ফতোয়ায় ১২টি পরিবার একঘরে। সালিশি সভায় নিদান দেওয়া হয়, গ্রামের ওই ১২টি পরিবারকে একঘরে করে রাখা হবে। এমনকী পানীয় জল পর্যন্ত দেওয়া হবে না। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১২টি পরিবারের মোট ৭৫ জন সদস্য এখন মহাবিপদে। পানীয় জলও জুটছে না। ভয়ে তাঁরা পুলিশেও খবর দেননি।

লেটেস্ট ভিডিও