Siliguri: নয়া প্রজন্মের আয়ের দিশা রেডিও!

Bangla Digital Desk | News18 Bangla | 04:12:00 PM IST Nov 25, 2021

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: সকাল সকাল পড়তে বসেছিল বিল্টু। হঠাৎ ঠাকুমার বায়না কানে এল, 'একটু রেডিওটা চালিয়ে দে না বাবা!' বিল্টু চট করে ফোনটা অন করে রেডিও চালু করে দিল। তখন রেডিও মিষ্টির সকালের অনুষ্ঠান 'মিষ্টি আরাধনা'-তে মেতেছেন ঠাকুমা। এরপর ভক্তির গানে নিজেকে প্রায় ভাসিয়ে নিলেন পাতিকোলনির বিল্টুর ঠাকুমা। এদিকে আবার দেশবন্ধুপাড়ার অঙ্কিতার বাবার প্রেশার যেন কমছেই না। কী করবে? কীভাবে করবে না করবে ভেবে উঠতেই পারছেন না বছর ২৬-এর অঙ্কিতা সাহা। অজ্ঞতা বেশ অন্যমনস্ক হয়েই চালিয়ে দিলেন রেডিও। ধুর, ইংলিশ বা হিন্দি গানে মন বসছে না। মন আটকালো সেই ৯৪.৩ এফএমে। সেখানে ডাক্তারবাবু পরামর্শ দিচ্ছেন আরজে-র (RJ-Radio Jockey) সঙ্গে। বাবার প্রেশার নিয়ে যা যা প্রশ্ন ছিল, সব ফোন ঘুরিয়ে জিজ্ঞেস করে নিলেন ডাক্তারবাবুর কাছে। এভাবেই দিন প্রতিদিন কোথাও ভাঙা মন জোড়া লাগিয়ে, কোথাও আবার ভক্তিগীতি শুনিয়ে মন জয় করে নিচ্ছে শিলিগুড়ির বুকে সেভক রোডে অবস্থিত রেডিও মিষ্টি ৯৪.৩ এফএম। রেডিও স্টেশনের কর্ণধার দিলীপ দুগ্গরের সঙ্গে এনিয়ে একান্ত সাক্ষাৎকার সারল নিউজ ১৮ লোকাল।

লেটেস্ট ভিডিও