৩৬০ দিন লকার-বন্দি। পুজোর পাঁচদিন মুক্তি। ষষ্ঠী থেকে দশমী পুরুলিয়ার গড় জয়পুর রাজবাড়িতে রাজকীয় আপ্যায়ন ১০৮ আকবরি মুদ্রা ও দামি মণিমুক্তো দিয়ে তৈরী সোনার দুর্গার। ২৪ ঘণ্টা পুলিশি নজরদারির মধ্যেই হয় বোধন, সন্ধিপুজো, বিসর্জন।
Last Updated: September 11, 2019, 23:41 IST