East Medinipur News- খঞ্চি চক্রবর্তী পরিবারের বন দেবদেবীর বিশেষ পুজো মকর সংক্রান্তি তিথিতে।

Bangla Digital Desk | News18 Bangla | 08:52:33 PM IST Jan 14, 2022

#নন্দকুমার: প্রতি বছরের ন্যায় এবছরও মকর সংক্রান্তি তিথিতে বিশেষ পূজার্চনা হল খঞ্চি গ্রামের 'বন' দেবদেবীর। এই গ্রামের চক্রবর্তী পরিবারের কূলদেবী অভয়া মাতার সহযোগী দেব দেবী রয়েছেন চারজন। বলী রায় জীউ লোক কথায় বলাই সিং, কালু রায়, দক্ষিণ রায় ও মনসা। কথিত আছে, অতীতে জলা জঙ্গলময় এই গ্রামের রক্ষা কর্তা এই দেবদেবীরা বিরাজমান রয়েছেন। মা অভয়ার নির্দেশেই এনারা গ্রামের বিভিন্ন প্রান্তে অধিষ্ঠিত হয়ে রয়েছেন। মা অভয়ার বাহন দক্ষিণ রায় (বাঘ) নাকি আজও মায়ের নির্দেশে গোটা গ্রামের রক্ষা করেন। প্রতিনিয়ত অদৃশ্য ভাবে নিত্যদিন মায়ের মন্দিরে যাতায়াত করেন। এরকম নানান লোক কথা নিয়ে বর্তমানেও বিদ্যমান এই দেবদেবীদের প্রতি গ্রামের মানুষের ভক্তি। মকর সংক্রান্তি তিথিতে মকর ও মিষ্টি ভোগ সহযোগে পূজা করেন সেবাইত চক্রবর্তী পরিবারের সদস্যরা। তবে আগের থেকে এই পুজো  জৌলুস হারিয়েছে অনেকটাই।

লেটেস্ট ভিডিও