East Bardhaman News- সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে গাড়ি চালকদের সচেতনতার প্রচার খণ্ডঘোষে

Bangla Digital Desk | News18 Bangla | 01:29:10 PM IST Dec 20, 2021

#পূর্ব বর্ধমান- পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও খণ্ডঘোষ পুলিশের সহযোগিতায়, পথ নিরাপত্তার প্রচারে বিশেষ কর্মসূচী। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের নিয়ে বাইক র‍্যালির আয়োজন করা হল এইদিন। এছাড়াও এদিনের এই সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালি থেকে খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা পথচারী সহ বিভিন্ন যানবাহন চালকদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনবার্তা  দেন।  যানবাহন চালকরা কিভাবে নিজেদের সুরক্ষিত রেখে যানবাহন চালাবেন, সেই সম্পর্কেও পুলিশ কর্মীরা তাদেরকে সচেতন করেন।

লেটেস্ট ভিডিও