Durga Puja 2022: চন্ডীরুপ নয়, স্বপ্নাদেশে মা দুর্গা এখানে আসেন বাড়ির মেয়ে হয়ে

Bangla Digital Desk | News18 Bangla | 09:19:51 PM IST Sep 22, 2022

বনেদি বাড়ির পুজো মানেই যৌথ পরিবারের মাঝে লুকিয়ে থাকা এক ঐতিহ্য। দীর্ঘ বছর ধরে চলতে থাকা নিয়ম কীভাবে বংশপরম্পরায় এগিয়ে নিয়ে যাচ্ছেন দ্বারিকা বাড়ির সদস্যরা সেই গল্প অভিভূত করবে আপনাকেও, জানুন সেই কাহিনি...

প্রসঙ্গত, কোথাও থিম পুজো তো কোথাও সাবেক পুজো - শহর বা শহরাঞ্চল, গাঁ গঞ্জ এক কথায় এই উৎসব নিয়ে বাঙালির উৎসাহের কোনও অন্ত নেই। তবে ২০২০ এবং ২০২১ সালে করোনার চোখ রাঙানির  জন্য সেভাবে মানুষ পুজোর দিন উপভোগ করতে পারেনি। বহু পুজো হয়েছে শুধুই রীতি মেনে, কোনও জাঁকজমক ছাড়া। বহু ক্লাবের খুঁটিপুজো (Durga Puja Theme) হয়ে গিয়েছে পয়লা বৈশাখেই। সপ্তমী (Maha Saptami) , অষ্টমী (Maha Ashtami), নবমী (Maha Nabami), দশমী (Dashami), দুর্গা আবাহন থেকে বিসর্জনের রীতি-রেওয়াজ এই চারদিন ভক্তিভরে পালন করা হয় দেশ জুড়েই। নবপত্রিকা স্নান (Nabapatrika Snan), দেবীর অসুর বধ, কুমারী পুজো (Kumari Pujo), সন্ধিপুজো (Sandhi Pujo), নবমীর ভোগ (Dur Puja Bhog) পরিশেষে দশমীতে প্রতিমা নিরঞ্জন (Durga Puja Immersion) , পল অনুপল দুর্গাই যেন জুড়ে দেন বাঙালিকে। আলোর বেণু বাজতেই প্রবাসীরা ব্য়াগ গোছাতে শুরু করে দিয়েছেন। গত দু-বছর যাঁরা করোনার কারণে বা়ড়িতে ফিরতে পারেননি, তাদের টিকিট কাটা সারা, এখন শুধুই শহরে ফেরার অপেক্ষা।

লেটেস্ট ভিডিও