কার্শিয়ঙের টিবি হাসপাতাল লাগোয়া পাইন বনে আগুন! দাউ দাউ করে জ্বলতে থাকে। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে বলে জানান কার্শিয়ংয়ের ডিএফও। প্রায় ১০ হাজার স্কয়্যারফুট এলাকা ক্ষতিগ্রস্থ বলে জানা গিয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে আগুন বলে প্রাথমিক অনুমান।
Last Updated: Mar 26, 2025, 19:30 IST


