Mathabhanga: মাথাভাঙায় মৃত ৪! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

Bangla Digital Desk | News18 Bangla | 05:22:49 PM IST Apr 10, 2021

উত্তপ্ত মাথাভাঙা। গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। মৃতের পরিবার ও তৃণমূলের দাবি, বাহিনীর গুলিতেই মৃত্যু হয়েছে তাঁদের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কমিশনে দ্বারস্থ হন তৃণমূলের (TMC) সৌগত রায়, ডেরেক ও ব্রায়েনরা। মমতা বন্দ্যোপাধ্য়ায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন। মাথাভাঙায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ বিকেলেই শিলিগুড়ি পৌঁছচ্ছেন তৃণমূলনেত্রী৷ কেন্দ্রীয় বাহিনী নিজেও জানিয়েছে যে আত্মরক্ষার জন্য তারা গুলি চালায়। যদিও বিজেপির (BJP) নিশীথ প্রামাণিকের দাবি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। কোচবিহারে ভয়ের পরিবেশ তৈরি করেছে তৃণমূল।

লেটেস্ট ভিডিও