শিলিগুড়িতে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্যের দানা বেঁধেছে। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকার বাসিন্দা ২৪ বছরের রিয়া থাপা শিলিগুড়ির দশরথ পল্লীতে ভাড়া থাকত। সেখানে একটি বাইকের শোরুমে কাজ করত ওই তরুণী।তরুণীর মা রেণুকা থাপার অভিযোগ, সোমবার রাত সাড়ে ৯টা পর্যন্ত মেয়ের সঙ্গে ভিডিও কলে তাঁর কথা হয় এবং রাত ১১টার পর সুমন নামে এক যুবক তাকে ফোন করে জানায় তার মেয়ে আত্মহত্যা করেছে।পরবর্তীতে তাঁরা তড়িঘড়ি করে শিলিগুড়িতে যান এবং ঐ যুবক তাদের জানায় তাদের মেয়ে ঘড়ে গলায় ফাঁস দিয়েছে। পরবর্তীতে তারা হাসপাতালে খোঁজাখুজি করে ভক্তিনগর থানায় অভিযোগ জানান।
Last Updated: Sep 11, 2024, 20:12 IST


