পাহাড়ে টানা বৃষ্টির জেরে ফের ধস নামল জাতীয় সড়কে। বন্ধ করে দেওয়া ১০ নম্বর জাতীয় সড়ক । সম্পূর্ণ বন্ধ বাংলা-সিকিমের এই লাইফলাইন। মাঝে ছোট গাড়ি জাতীয় সড়ক দিয়ে চলাচল শুরু করলেও, রবিবার সকালে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় ।নতুন করে ধসের কারণে ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ করে দেয় প্রশাসন । একইভাবে ১০ নম্বর জাতীয় সড়ক ধরে কিরনে থেকে মল্লি যাওয়ার পথও ধসের কারণে বন্ধ হয়ে যায় ।
Last Updated: June 16, 2024, 20:25 IST