আজ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনে এবার বিজেপি ও তৃণমূল দুই শিবিরই পাখির চোখ করেছে উত্তরবঙ্গকে। তাই কোচবিহারে আজ পৌঁছে গিয়েছেন মোদি। মোদির কনভয় কোচবিহারে পৌঁছতেই দেখা যায় জনতার উচ্ছাস। রাস্তার দুই ধার জুড়ে মানুষ ভিড় জমান মোদিকে দেখতে।
Last Updated: Apr 06, 2021, 14:06 IST


