Now NBSTC bus you can get on rent for events: বিয়েবাড়ি, পিকনিক বা অন্য কোনও অনুষ্ঠানে এবার থেকে ভাড়া পাওয়া যাবে সরকারি বাস। তবে যেমন তেমন বাস নয় একেবারে বাতানুকূল রকেট বাস। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বাতানুকূল রকেট বাস ভাড়া দেবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে। এজন্য প্রাথমিকভাবে দুটি বাতানুকূল রকেট বাসকে চিহ্নিতও করা হয়েছে।
Last Updated: Dec 01, 2024, 21:13 IST


