North Bengal Bus Cancelled: লোক হচ্ছে না! উত্তরবঙ্গ যাওয়ার ২০টি বাস আপাতত বাতিল

Bangla Digital Desk | News18 Bangla | 11:15:47 PM IST Jan 11, 2022

করোনার তৃতীয় ঢেউয়ের জেরে এবার উত্তরবঙ্গগামী বাস বাতিল। দিনে প্রায় ২০টা বাস বাতিল করল পরিবহণ দফতর। এসি, নাইট স্পেশাল ও রকেট বাস বাতিল করা হয়েছে। এই সময় উত্তরবঙ্গে ঘুরতে যান বহু পর্যটক। ফলে ট্রেনে ওয়েটিং লিস্ট হয় লম্বা। ফলে অনেকেই এই সময় ট্রেনের আশায় না থেকে বাসের টিকিট বুক করেন। তবে করোনার তৃতীয় ঢেউতে আপাতত পর্যটন কেন্দ্র সব বন্ধ। ফলে এই সময় উত্তরবঙ্গগামী বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দফতর।

লেটেস্ট ভিডিও