Elephant North Bengal: জলপাইগুড়ির চালসা ব্লকের বেসরকারি রিসর্টে ভয়ঙ্কর ঘটনা। হঠাৎ রিসর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে এল একটি বিশালাকার হাতি। ঘটনাটি রিসর্টের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। হাতি ঢোকার আতঙ্কে ছুটোছুটি শুরু করেন রিসর্টের মানুষজন। হাতিটি অবশ্য কিছুক্ষণ পরে রিসর্ট থেকে বেরিয়ে যায়। পর্যটকের এমন ভরা মরশুমে হাতির আগমনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা।
Last Updated: January 29, 2025, 22:56 IST