থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের কথা সকলেই শুনেছে। কিন্তু ক্যানসার রোগীকে চুলদান? সেই কাজটাই করে দেখাল রায়গঞ্জের আট বছর বয়সী ঋষিকা চক্রবর্তী। কোমোথেরাপির পর ক্যানসার রোগীদের এই চেহারাটা সকলেরই চেনা। কিন্তু তাদের মুখে হাসি ফেরানোর জন্য উদ্যোগী হয় ক'জন? যদি তাঁদের ফিরিয়ে দেওয়া যেত আগের চেহারায়?