# আলিপুরদুয়ার: রাজ্যে বেসরকারি চা বাগান শ্রমিক পরিবারের চিকিৎসা মূলত নির্ভর করে চা বাগান কর্তৃপক্ষের নিজস্ব হাসপাতালগুলোর উপর। দীর্ঘদিন থেকে এই সব হাসপাতালের ভগ্ন দশা। কোথাও ভাল চিকিৎসক নেই। তো কোথাও ওষুধের ঘাটতি। তাই চা শ্রমিক পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থেকে যান। টি বোর্ডের তথ্য অনুযায়ী,
চা বাগান ও শ্রমিক সংখ্যা -------------------------- - রাজ্যে চা বাগান সংখ্যা প্রায় ২৮২ - চা বাগানগুলিতে কাজ করেন ৪ লক্ষ শ্রমিক - ৪ লক্ষ শ্রমিক পরিবারের সদস্যদের নিয়ে মোট জনসংখ্যা ১০ লক্ষশ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের পরিবারের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার দায়িত্ব মালিকদের। চা বাগান মালিকদের হাসপাতাল সংস্কার নিয়ে বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। তাই এগিয়ে এসেছে রাজ্য সরকার। আলিপুরদুয়ারের কালচিনির বিচ চা বাগানের হাসপাতাল ও বীরপাড়া মাদারিহাট ব্লকের রামঝোরা চা বাগানের হাসপাতাল সংস্কারে টাকা বরাদ্দ করা হয়েছে।
- কালচিনির বিচ চা বাগানের হাসপাতাল সংস্কারে ২৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে - রামঝোরা চা বাগানের হাসপাতাল সংস্কারে ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে - রাজ্যের বরাদ্দ টাকায় জেলা পরিষদ হাসপাতাল দু'টি সংস্কারের কাজ শুরু করেছে
সরকারি হাসপাতাল থাকলেও শ্রমিকরা চা বাগানের হাসপাতালেই চিকিৎসা করাতে অভ্যস্ত। সে কারণেই রাজ্যের এই উদ্যোগ। চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভরসার হাত বাড়িয়েছে রাজ্য সরকার।