Video: #Egiye Bangla: রাজ্য সরকারের উদ্যোগে সরস্কার হচ্ছে জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের

Bangla Editor | News18 Bangla | 11:04:52 AM IST Oct 01, 2018

 ঘরের মেয়ে স্বপ্না বর্মন অনুশীলন করতেন এই মাঠেই। বাম আমলে তৈরি হলেও একসময় অযত্ন আর অবহেলায় ঐতিহ্য খুইয়েছিল জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স। নতুন সরকার এসে খোলনলচে বদলে দিয়েছে। উন্নত পরিকাঠামোয় সন্তুষ্ট হয়ে এসেছে সাইও। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে গতি পেয়েছে হাজার হাজার স্বপ্নার স্বপ্ন। বাম আমলে ৯০-এর দশকের শেষের দিকে রাজবাড়ি পাড়ায় পথ চলা শুরু হয়েছিল জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সের। কিন্তু পরিকাঠামোর অভাবে কিছুদিন পর থেকেই ধুঁকতে থাকে স্পোর্টস কমপ্লেক্সটি। পালাবদলের পর নতুন যুগের সূচনা। ঢেলে সাজানো হয় জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সকে। গোটা এলাকা নিয়ে তৈরি হয় বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন। নামকরণ করেন খোদ মুখ্যমন্ত্রী। পরিকাঠামোয় খুশি হয়ে সাইয়ের উত্তর-পূর্বাঞ্চলের প্রশিক্ষণ শিবির এখন বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনই। উত্তরবঙ্গ থেকে অসম পর্যন্ত ভবিষ্যতের অ্যাথলিট তৈরির আঁতুড়ঘর। বাম আমলে মাঠ থাকলেও গ্যালারির ভগ্নদশায় মাঠে খেলাধুলা প্রায় উঠে যেতে বসেছিল। ভাঙা গ্যালারিরও সংস্কার করেছে রাজ্য সরকার।

লেটেস্ট ভিডিও