Mamata Banerjee On North Bengal Tour: মর্নিং ওয়াক-এর পরই গানের আসর, কার্শিয়াংয়ের পথে অন্য মুডে 'দিদি'

Bangla Digital Desk | News18 Bangla | 12:50:33 AM IST Oct 28, 2021

সংস্কৃতিমনস্ক তিনি। গান, আঁকা, কবিতা ভালবাসেন। তিনটিতেই তিনি নিজেও পারদর্শী বলে দাবি করেন। তবে পাহাড়ের মনোরম পরিবেশে তো যে কোনও মানুষেরই দু-এক কলি গুনগুন করতে ইচ্ছে করে, তাই না! উত্তরবঙ্গ সফরে বরাবর ফুরফুরে মেজাজে পাওয়া যায় মুখ্যমন্ত্রী মনতা বন্দ্যোপাধ্যায়কে। এবারও তাই। কার্শিয়াং-এর পথে গানে মজলেন মুখ্যমন্ত্রী। সঙ্গী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস। রাস্তার পাশে একটি চায়ের দোকানের বাইরে বসে চা পান করলেন মুখ্যমন্ত্রী। পাশে বসে তখন গান গাইছেন ইন্দ্রনীল সেন। তাল দিচ্ছেন অরূপ বিশ্বাস। এমন ছবি ফ্রেমবন্দি হয়ে থাকল।

লেটেস্ট ভিডিও