Bikaner-Guwahati Train Accident: এঞ্জিনের ত্রুটিতেই দোমহনীতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসে দুর্ঘটনা, পেশ রিপোর্ট

Bangla Digital Desk | News18 Bangla | 11:03:49 PM IST Feb 11, 2022

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও মানুষ ভোলেনি, ভোলেনি মানুষের কান্না, আআর্ত চিৎকার। লাইনচ্যুত হয় পটনা থেকে গুয়াহাটিগামী ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ময়নাগুড়ির দোমোহনি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ট্রেনটির বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার পর ট্রেনটির ৪-৫টি কামরা একেবারে দুমড়েমুচড়ে যায়, একটি কামরার উপরে উঠে যায় আর একটি কামরা। একটি কামরা জলেও পড়ে যায়।  দুর্ঘটনার সময় ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

লেটেস্ট ভিডিও