Bikaner-Guwahati Express Accident : দুর্ঘটনাগ্রস্ত কামরার ভিতরে কী অবস্থা, দেখুন ভিডিও

Bangla Digital Desk | News18 Bangla | 12:57:24 PM IST Jan 14, 2022

ময়নাগুড়িতে বেলাইন আপ বিকানের-গুয়াহাটি (Bikaner–Guwahati) এক্সপ্রেস। ৬টি বগি লাইনচ্যুত। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রাক্তন রেলমন্ত্রী থেকে বিশেষজ্ঞ, লাইনে ফাটলের ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু মুখ খুলতে চাইছেন না কেউই। তাহলে রক্ষণাবেক্ষণের অভাব? অভাব থাকলেও, এই ঘটনার দায় কার? দুর্ঘটনাগ্রস্ত কামরার ভিতরে প্রথম ছব নিউজ১৮ বাংলায়।

লেটেস্ট ভিডিও