RG Kar Doctor Murder Case: রঙ তুলি হাতে বিক্ষোভ জলপাইগুড়ির পথে। রাজ্য,দেশের সীমানা পেরিয়ে যেখানে আর.জি.করের আগুন ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও সেখানে শহর জলপাইগুড়ির পথে দেখা গেল আন্দোলনের নয়া চিত্র। ছবি এঁকে আরজিকর ঘটনার বিচার চেয়ে আন্দোলন করেন শিল্প জগতের শিল্পীদের একাংশ।
Last Updated: August 19, 2024, 21:46 IST