Bikaner-Guwahati Train Accident: ট্রেন দুর্ঘটনায় খোয়া গিয়েছে টাকা ও গয়না, মেয়ের বিয়ে হবে কী করে?

Bangla Digital Desk | News18 Bangla | 06:13:15 PM IST Jan 15, 2022

উত্তরবঙ্গে বিকানের-গুয়াহাটি ট্রেন দুর্ঘটনায় বদলে গিয়েছে ভাগ্য। জয়পুর থেকে ফিরছিলেন একই পরিবারের ১৩ জন সদস্য। সঙ্গে ছিল মেয়ের বিয়ের জন্য সঞ্চিত ২ লক্ষ টাকা এবং গয়না। দুর্ঘটনায় খোয়া গিয়েছে সেসব। চেষ্টা চালাচ্ছেন ফিরে পাওয়ার। তবে এখনও সেসবের কিছুই ফিরে পায়নি সেই পরিবার। মেয়ের বিয়ের জন্য তিল তিল করে জমানো টাকা। সঙ্গে এতগুলো সোনা। সবই খোয়া গিয়েছে তাঁদের। এখন মেয়ের বিয়ের কী হবে তা ভেবে কূল পাচ্ছেন না সেই পরিবারের সদস্যরা।

লেটেস্ট ভিডিও