এবারে জয়গাঁর রাস্তা ধরে ভুটান যাওয়া যাবে আরও কম সময়ে। যানজটের সম্মুখীন আর হতে হবে না। ভুটানগামী রাস্তায় তৈরি হচ্ছে নতুন সেতু।, সঙ্গে থাকছে ডাইভারশন।গোবরজ্যোতি নদীর ওপর তৈরি হচ্ছে এই সেতুটি। পূর্ত দফতরের পক্ষ থেকে বিবাড়িতে আগের থেকে থাকা সেতুটিকে দুর্বল সেতু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
Last Updated: Nov 10, 2025, 18:59 IST


