বিহারের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিলেও খাতা খুলতে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি৷ একটিও আসনে জিততে ব্যর্থ প্রশান্ত কিশোরের দল৷ বিহারের নির্বাচনে মাত্র ৩.৪ শতাংশ ভোট পেয়েছে জন সুরজ পার্টি৷ একটি মাত্র আসনে দ্বিতীয় স্থান দখল করেছে প্রশান্ত কিশোরের দল৷ ১২৯টি আসনে তৃতীয় হয়েছে তারা৷ তবে আসন না পেলেও বিহারের নির্বাচনে প্রশান্ত কিশোরের দল এনডিএ এবং মহাজোটের বেশ কিছুটা ভোট কেটেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লষকরা৷
Last Updated: November 15, 2025, 18:26 IST