Agnipath || অগ্নিপথ-এ বিক্ষোভের আঁচ! একাধিক ট্রেন বাতিলে ভোগান্তিতে যাত্রীরা

Bangla Digital Desk | News18 Bangla | 01:00:28 PM IST Jun 19, 2022

Agnipath Agitation: অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে একের পর এক রাজ্যে। হিংসাত্মক এই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভারতীয় রেল। বিহারে বিক্ষোভের জেরে বাতিল অসংখ্য ট্রেন। শুধু বিহার নয়, কলকাতা আসানসোল থেকে পূর্ব মধ্য রেলের সমস্ত ট্রেনই প্রায় বাতিল করা হয়েছে যার জেরে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। রেলের তরফে যাত্রীদের ট্রেন বাতিলের এসএমএস করে দেওয়া হয়েছিল ঠিকই, তবে যাঁরা মেসেজ দেখেননি তাঁরা ষ্টেশনে এসে সমস্যা পড়েছেন। হাওড়া স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-ফলকনামা এক্সপ্রেস আজ বাতিল করা হয়েছে। এছাড়াও কলকাতা স্টেশনের মোট ৪টি ট্রেন রবিবার বাতিল করা হয়েছে।

লেটেস্ট ভিডিও