Outgoing President Ram Nath Kovind || শেষবার জাতির উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের

Bangla Digital Desk | News18 Bangla | 07:40:05 PM IST Jul 24, 2022

রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, শনিবার রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে অল ইন্ডিয়া রেডিওর সমগ্র নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এই ভাষণ এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে হিন্দিতে প্রচার করা হবে এটি, থাকবে  ইংরেজি সংস্করণও৷  বিবৃতিতে বলা হয়েছে, হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারের পর দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলি আঞ্চলিক ভাষায় এটির সম্প্রচার করবে। অল ইন্ডিয়া রেডিও তার আঞ্চলিক নেটওয়ার্কগুলিতে রাত ৯.৩০ থেকে আঞ্চলিক সংস্করণ সম্প্রচার করতে শুরু করবে। সোমবার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি সংসদের সেন্ট্রাল হলে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।

লেটেস্ট ভিডিও