Presidential Election: বিরোধীদের রাষ্ট্রপতি পদ প্রার্থীকে, ঠিক করতে পরের বৈঠক ২১ জুন

Bangla Digital Desk | News18 Bangla | 09:39:04 PM IST Jun 15, 2022

#নয়াদিল্লি: রাষ্ট্রপতি পদের লড়াইয়ে তিনি নেই। বিরোধীদের মুখ হতে চাইছেন না তিনি, দিল্লিতে বিজেপি বিরোধী দলের বৈঠকের পর সাংবাদিকদের সামনে এ কথা জানিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। এ বার সেই কথাই স্পষ্ট করে লিখে ট্যুইট করলেন তিনি। ট্যুইটারে শরদ লিখলেন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী নেতাদের আমার নাম প্রস্তাব করার সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই। দিল্লির মিটিংয়ে তাঁরা আমার নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু আমি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়েছি, সে কথা আমি জানালাম।

বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলির স্ট্র্যাটেজি বৈঠক শেষে ঘোষিত হয়নি কোনও নির্দিষ্ট নাম। তবে নাম কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বৈঠকের শেষে কংগ্রেস নেতা সুধীন্দ্র কুলকার্নি বলেন, দলগুলি ঐক্যমতে পৌঁছে একজন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরে ওই সাংবাদিক বৈঠক থেকেই মমতা বলেন, শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদে লড়াই করার আবেদন সর্বসন্মতিক্রমে জানিয়েছিল বিরোধীদলগুলি। কিন্তু তিনি রাজি হননি। তাই নতুন নাম ভাবতে হচ্ছে। শরদ পাওয়ারও বলেন, কয়েকটি দল মিটিংয়ে উপস্থিত হয়নি, নানারকম কারণ হয়ত ছিল। আগামী কয়েকদিনের মধ্যে সেই দলগুলির সঙ্গে কথা বলে প্রার্থীর নাম চূড়ান্ত করে দেওয়া হবে।

লেটেস্ট ভিডিও