দমকল গাফিলতিতেই পুড়ে গেল বাগরি মার্কেট, অভিযোগ ব্যবসায়ীদের

Bangla Editor | News18 Bangla | 10:28:48 AM IST Sep 17, 2018

আগুনে পুড়ে ছাই বাগরি মার্কেট। রবিবার ভোর রাতে আগুন। সেই আগুন রবিবার রাতেও নেভানো গেল না। এখনও জ্বলছে বাগরি মার্কেট। লাইট পোস্টের সামনে সিইএসসির বক্সে আগুন। মুহূর্তেই ভয়াবহ রূপ। ডিওডরেন্টের বোতল ফেটে আগুনের গ্রাসে বহুতল বাগরি মার্কেট। গতকালের পর আজও ঘটনাস্থলে দফায় দফায় দমকলমন্ত্রী, পুলিশ কমিশনার। আজ পরিস্থিতি যাচাইয়ে বৈঠক নবান্নে।

লেটেস্ট ভিডিও