corona virus btn
corona virus btn
Loading

মনে করাচ্ছে ২০০৫ সালের বন্যা, প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড মুম্বই

Bangla Editor | News18 Bangla | 11:36:46 PM IST Aug 05, 2020

প্রবল বৃষ্টিতে দিশেহারা অবস্থা মুম্বইয়ের৷  প্রবল বৃষ্টিতে রেললাইনে ভেঙে পড়েছে গাছ ৷  সমুদ্রের জল উঠে পড়েছে রাস্তায় ৷ বানভাসি মুম্বই আতঙ্কে কাঁপছে ৷  আগামী কয়েক ঘণ্টায় মুম্বই-সহ কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ যার জেরে ২০০৫ সালের মতো মুম্বইয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ মুম্বইয়ের চেম্বুর, পারেল, হিন্দমাতা, ওয়াডালার মতো নিচু এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে৷ জল জমে ইতিমধ্যেই সিএসএমটি- ভাসি, সিএসএমটি- কুরলা, চার্চগেট- কুরলা স্টেশনের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে৷

লেটেস্ট ভিডিও