Maoist Attack In Jharkhand: রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ! ফের মাওবাদী হামলা

Bangla Digital Desk | News18 Bangla | 12:38:10 AM IST Jan 28, 2022

ঝাড়খণ্ডে ফের মাওবাদী হামলা।গিরিডিতে রেললাইনে বিস্ফোরণ। ধানবাদ-গয়ার মাঝে চিচাকীতে বিস্ফোরণ। ফলে বেশ কয়েকটি ট্রেনের রুট বদল করা হয়েছে বৃহস্পতিবার। মূলত হাওড়া, গয়া, দিল্লি রুট বন্ধ করে দেওয়া হয়েছিল। লাইনের উপর পাওয়া  গিয়েছে বেশ কয়েকটি লিফলেট। সেখানে হুমকির কথা লিখে রেখেছিল মাওবাদীরা। মাঝে বেশ কিছুদিন মাওবাদীদের উপদ্রব বন্ধ থাকলেও ফের এই বিস্ফোরণ তাদের উপস্থিতি জানান দিয়ে গেল। ফলে প্রশাসনের চিন্তাও বাড়ল।

লেটেস্ট ভিডিও