চার-চারটে দিন পার। বুধবার ফের কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করল সিবিআই। মঙ্গলবার, প্রশ্নোত্তর পর্ব চলাকালীন, হনুমান টুপি করা এক ব্যক্তিকে শিলঙের সিবিআই দফতরে ঢুকতে দেখা যায়। কিন্তু, তিনি কে? এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। তবে এই ব্যক্তির জন্যই রাজীব কুমারের শিলঙে থাকার মেয়াদ বাড়তে পারে বলে খবর।
Last Updated: Feb 13, 2019, 11:13 IST


