Jammu And Kashmir Flash Floods: প্রকৃতির রোষে বিপর্যস্ত কাটরা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসে ৩৪ জনের মৃত্যু

Last Updated : দেশ
জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবীর ত্রিকূটা হিলে ধসের ঘটনায় এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে৷ প্রবল দুর্যোগের আবহে জম্মু ও কাশ্মীর জুড়ে ধস এবং হড়পা বানের ঘটনা ঘটছে৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়েই বৈষ্ণো দেবীতে ভক্তদের যাত্রা স্থগিত রেখেছে প্রশাসন৷ শুধুমাত্র প্রবল দুর্যোগই নয়, ব্যাহত হচ্ছে বহু পরিষেবা৷ ভেঙে গিয়েছে ব্রিজ, মোবাইল টাওয়ার, বিদ্যুতের খুঁটি। বিভিন্ন মোবাইল টাওয়ার ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে কমিউনিকেশন পরিষেবা বিচ্ছিন্ন৷ তাতে আরও বাড়ছে সমস্যা৷ জম্মু ও শ্রীনগর এবং কিশতওয়াড়-ডোডা হাইওয়ের মধ্য দিয়ে যাতায়াত স্থগিত রাখা হয়েছে৷ এছাড়াও বহু পাহাড়ি রাস্তা হয় ক্ষতিগ্রস্ত, নয় বন্ধ৷ জম্মু গামী ও জম্মু থেকে আসা বহু ট্রেনও বাতিল
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দেশ/
Jammu And Kashmir Flash Floods: প্রকৃতির রোষে বিপর্যস্ত কাটরা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে ধসে ৩৪ জনের মৃত্যু
advertisement
advertisement