corona virus btn
corona virus btn
Loading

প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূত বিদেশি লগ্নির সুযোগ, নিয়ম ভাঙার অভিযোগেই গ্রেফতার চিদম্বরম

Bangla Editor | News18 Bangla | 02:14:55 PM IST Aug 22, 2019

২০০৮ সালে একটি বেসরকারি নিউজ চ্যানেলে নিয়ম বহির্ভূত ভাবে বিদেশি লগ্নি আসে। তৎকালিন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রভাব খাটিয়ে সেই সুযোগ করে দেন বলে অভিযোগ। দুর্নীতির অভিযোগ পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তির বিরুদ্ধে। এটাই আইএনএক্স মামলা। যে মামলায় শেষপর্যন্ত জেলে যেতে হল প্রাক্তন অর্থমন্ত্রীকে।

লেটেস্ট ভিডিও