যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে ইন্ডিগো জট৷ শুক্রবারও গোটা দেশে সবমিলিয়ে সংস্থার সাতশোর বেশি উড়ান বাতিল হয়েছে৷ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানায় ইন্ডিগো৷ যদিও এ দিন কেন্দ্রীয় সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে, তিন দিনের মধ্যেই ইন্ডিগো-র পরিষেবা স্বাভাবিক হবে৷ কেন ইন্ডিগো-র পরিষেবা এ ভাবে ভেঙে পড়ল, তা জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷
Last Updated: December 05, 2025, 18:07 IST