Indian Railways: লম্বা হবে না ট্রেনের ‘ওয়েটিং লিস্ট’! সংখ্যা বেঁধে দিয়ে জানাল রেল

Last Updated : দেশ
ভারতীয় রেলের নিয়মে বড় বদল। এবার থেকে সংশ্লিষ্ট ট্রেনের (স্লিপার বা এসি) যে কোনও শ্রেণির কামরায় আসন সংখ্যার ২৫ শতাংশ টিকিট ওয়েটিং লিস্ট টিকিট হিসেবে কাটা যাবে কিন্তু তার বেশি নয়। ⁠কোনও শ্রেণিতে যত আসন রয়েছে, তার ২৫ শতাংশ টিকিট ‘ওয়েটিং লিস্টে’ কাটতে পারবেন যাত্রীরা। তৎকাল টিকিটের ক্ষেত্রেও একই নিয়ম চালু হচ্ছে। আগামী ১ জুলাই থেকেই নতুন নিয়ম কার্যকর করতে চলেছে রেল। ⁠অতীতে ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার কোনও বাধাধরা সংখ্যা ছিল না। জ়োন ভিত্তিক সেই সংখ্যা নির্ধারিত হত। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷ 
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দেশ/
Indian Railways: লম্বা হবে না ট্রেনের ‘ওয়েটিং লিস্ট’! সংখ্যা বেঁধে দিয়ে জানাল রেল
advertisement
advertisement